উপজেলা শিক্ষা অফিস, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত। দপ্তর প্রধানের পদবী- উপজেলা শিক্ষা অফিসার। অত্র দপ্তর হতে সমগ্র উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক মনিটরিং এবং প্রাথমিক পর্যায়ে সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হয়। উপজেলায় অবস্থিত সকল সরকারী ও রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক মনিটরিং এবং প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের প্রশাসনিক সকল কাজ অত্র দপ্তরে বাস্তবায়ন করা হয়। ইহা ছাড়া নির্ধারিত সময়ে মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, বিভিন্ন জাতীয় দিবস সমূহ যথাযথভাবে পালন, প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার উপজেলা পর্যায়ের যাবতীয় কার্যক্রম, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এসএমসি সদস্যদের দক্ষতা বৃদ্ধিকল্পে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ প্রদান, উপজেলার শতভাগ ভর্তি ও ঝরে পড়া রোধ কল্পে বিভিন্ন ধরণের উদ্বুদ্ধকরণ কর্মসূচী যেমন- উঠান বৈঠক, মা সমাবেশ, পিটিএ সমাবেশ ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মত বিনিমিয় সভা আয়োজন করা হয়। ইহা ছাড়াও সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন ধরণের কাজ অত্র দপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS